ভাবনাগুলো কখন কবিতা
হয়ে যায়, কেউ কি জানে?
হৃদয় পুড়ে ছাই হলেই হয় কবিতা।
হৃদয়ে জমতে জমতে ভাবনাগুলো
যখন হৃদয়ে বিলাপ করে,
তখন হয়ে উঠে একেকটা গল্প।
হৃদয়ের কথাগুলো স্মৃতির উঠানে
হাতড়িয়ে খুঁজে আলোর দিশা,
তখন হয়ে উঠে উপন্যাস।
হৃদয়ের কথাগুলো স্বপ্ন
অবশেষে শ্মশান বা গোরস্থানে
স্থায়ী হলেই হয়ে উঠে একেকটা ইতিহাস!
অনেকেই ইতিহাসটা চিরতরে
আড়াল রেখে, করে যায় উপহাস,
তবু একদা সত্যই পায় প্রকাশ।
গল্পের পটভূমিতে সুর অসুরের
দ্বন্দ্বে বুকটা উঠে খা খা করে,
চৌচির হয়ে উঠা তৃষিত জমিন!