লুৎফুর রহমান শাওন,ব্যুরো চীফ, সিলেটঃ
৫ম জাতীয় চ্যাম্পিয়নশীপ সেপাক টাকরো/ কিক ভলিবল খেলার জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলা সেপাক টাকরো দল। সারা বিশ্বে খেলাটি জনপ্রিয়।
ছাতক, পৌরসভার ৪নং ওয়ার্ডের বাজনামহল গ্রামের কৃতি সন্তান, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, জামিল আহমদ-এর নেতৃত্বে দলটি রওয়ানা দিয়েছে। তিনি ছাতকে ২০ জন সেপাক টাকরো খেলোয়াড় নিয়ে ২০২০ সাল থেকে খেলাটি শুরু করেন। একই বছরে শেষের দিকে চট্টগ্রামে আঞ্চলিক সেপাক টাকরো টুর্ণামেন্টে ৩য় স্থান দখল করে সুনামগঞ্জ সেপাক টাকরো দল। সবার সহযোগিতা পেলে খেলাটি অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
খেলাটি বাংলাদেশে ২০১০ সাল থেকে শুরু হয়।