প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ণ
চন্দনাইশ জাফরাবাদ মাদ্রাসার অধ্যক্ষ থেকে জোর পূর্বক পদত্যাগ পত্র নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশ উপজেলার বৈলতলী জাফরাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল গফুর রেজভী থেকে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছেন দুষ্কৃতিকারীরা। ২৫ আগস্ট (রবিবার) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যক্ষ মাওলানা আবদুল গফুর রেজভী। এ ব্যাপারে তিনি চন্দনাইশ থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিনের ন্যায় গত রবিবার সকাল সাড়ে ৮ টায় মাদ্রাসায় এসে ৯টায় অফিশিয়াল কার্যক্রম শুরু করেন। এ সময় ৫০/৬০ জন বহিরাগত লোকজন তার মাদ্রাসায় অনধিকার প্রবেশ করে সিসি ক্যামরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে জোর পূর্বক মোবাইল ফোন বন্ধ করে দিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। তিনি অপরাগতা প্রকাশ করলে তারা তার সাথে দূর্ব্যবহার পূর্বক অস্ত্রের মূখে জিম্মি করে প্রাণ নাশের হুমকি দিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়। এ ব্যাপারে তিনি মোবাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন এবং থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চট্টগ্রামে মিটিং-এ থাকায় সরাসরি লিখিত অভিযোগ দিতে পারেননি বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ২৭ আগস্ট তাকে অফিসে এসে এ বিষয়ে সরাসরি কথা বলার জন্য বলেছেন বলে জানান।
Copyright © 2024 www.htbanglatv.com. All rights reserved.