শিরোনাম
শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে  ‘অদম্য ইচ্ছায় আশা পূরণ সামিয়ার’ এবার স্বপ্ন জয়ে সারথি হয়েছে সিআরএ জাতীয় সমাবেশ উপলক্ষে ছাতকে জামায়াতে ইসলামীর মিছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ  পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে : বিএনপি  গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবহিনী। মৃত্যুর আগে চট্টগ্রাম ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস -চলে আসুন ষোলশহর। তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের, প্রতি বর্ষায় একই দুর্ভোগ
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:১১ অপরাহ্ন

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ।

রিপোটারের নাম / ২০৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা অনলাইন ডেস্ক : সুপ্রিমকোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে তাদের শপথ গ্রহণ।

তাদের নিয়োগ শপথের দিন থেকে কার্যকর হবে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন।

নবনিযুক্ত চার বিচারপতির শপথ অনুষ্ঠান মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে উভয় বিভাগের মাননীয় বিচারপতিরা উপস্থিত থাকবেন।

সোমবার রাতে প্রধান বিচারপতি কর্তৃক নির্দেশিত হয়ে রেজিস্ট্রার জেনারেল এ তথ্য জানান।

এর আগে, শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। শনিবার দুপুরে আইন মন্ত্রণালয় এবং সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

এছাড়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করার পর আপিল বিভাগের পাঁচজন বিচারপতিও পদত্যাগ করেন। তারা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি মো: শাহিনুর ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ