শিরোনাম
চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত।
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

বগুড়া সরকারী শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব হলেন শাজাহানপুরের সোহাগ

রিপোটারের নাম / ৩৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সদস্য সচিব হলেন ত্যাগী ও মেধাবী ছাত্রনেতা সোহাগ হোসেন।

 

গতকাল বুধবার (৪ জুন) জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার এই কমিটি প্রকাশ করা হয়।

 

উক্ত কমিটিতে সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন চুপিনগর ইউনিয়ন জয়ন্তীবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সোহাগ হোসেন।

 

বিগত দিনের রাজনৈতিক কর্মকান্ডের বিবেচনায় তাকে সদস্য সচিব করা হয়েছে। ছাত্রদলের কলেজ কমিটিতে একজন দক্ষ নেতা হিসেবে এ পদে স্থান লাভ করেন।

 

 

শাহ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন বলেন, প্রথমেই শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাকে সম্মান দান করেন। আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার সদস্য সচিব নির্বাচিত করায় আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ও আরো কৃতজ্ঞতা পোষন করছি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি এবং সেইসাথে বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ভাই, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ ভাইকে।

 

গতকাল বুধবার পূর্নাঙ্গ কমিটি হওয়ায় নবগঠিত নতুন নেতৃত্বকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ