শিরোনাম
চট্টগ্রামে শুরু হলো যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫” ৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

কালিহাতীর গর্ব বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই

রিপোটারের নাম / ১৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: রাজনীতির নীরব এক আলো নিভে গেলো—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর জীবনসঙ্গিনী ও রাজনৈতিক সহযাত্রী নাসরিন সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে।

 

শনিবার (৭ জুন) দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকেই শুরু হয় তাঁর চিরবিদায়ের যাত্রা।

 

নাসরিন সিদ্দিকী ছিলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামের গর্ব। তিনি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য, একজন ব্যক্তিত্বময়ী সমাজসেবী এবং রাজনৈতিক সংগ্রামের এক নীরব সৈনিক। নিজের অবস্থান থেকে নিরবেই লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকেছেন—কখনো আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও ছিলেন সকলের শ্রদ্ধার পাতায়।

 

তার জানাজা আজ ৮ জুন বাদ আসর ছাতিহাটী গ্রামে পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত হবে।

 

তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের গভীর ছায়া। সহযোদ্ধারা হারালেন এক প্রেরণার বাতিঘর, পরিবার হারাল এক অমূল্য অবলম্বন। টাঙ্গাইলবাসীসহ মুক্তিযোদ্ধা পরিবারগুলো অনুভব করছে এক অপূরণীয় শূন্যতা।

 

আজ রাজনীতি হারালো এক নির্ভীক কণ্ঠ, আর একজন মানুষ হারালো তার হৃদয়ের ঘর।

ভালোবাসায়, শোক আর সম্মানে—বিদায় বঙ্গবীরের প্রেরণাদায়িনী সাথী, কালিহাতীর অহংকার।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ