শিরোনাম
পোরশায় উপজেলা মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট।  রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা  মহেশপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ছাতকে ফুটবল খেলায় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০ ছাতকে পৈতৃক সম্পত্তি দখল: প্রশাসনের হস্তক্ষেপ চান করুণাময় দাস চন্দনাইশ হাশিমপুরে গাউসিয়া শরীফ পরিচালনা কমিটির ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে- পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) চট্টগ্রামে শুরু হলো যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫” ৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন

রিপোটারের নাম / ২৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫ নং অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, নিজ পরিবার ছাড়াও পুরো গ্রাম এবং ইউনিয়নের গর্বে পরিণত হয়েছেন। তবে তার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আর্থিক সংকট।

এই সংকট নিরসনে এগিয়ে আসে মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন। শিক্ষাকে উৎসাহিত করার মহৎ উদ্দেশ্যে ফাউন্ডেশনটি আল আমিনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতায় প্রয়োজনীয় অর্থের ৫০% শিক্ষা বৃত্তি প্রদান করে।

গতকাল বিকেলে ঢাকাস্থ ৫নং অর্জুনতলা ইউনিয়ন কল্যাণ সমিতির দায়িত্বশীলদের আহ্বানে ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং স্থানীয় প্রতিনিধি মাইন উদ্দিন—আল আমিনের মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা তুলে দেন।

সৈয়দ হারুন ফাউন্ডেশন বরাবরই বিশ্বাস করে, “স্বপ্ন থেমে থাকতে পারে না কেবল টাকার অভাবে।” এই বিশ্বাস থেকেই তারা সমাজের দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে মানবতার ফেরিওয়ালা হয়ে।

এ ধরণের উদ্যোগ সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যেমন সহায়ক, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখার সাহসও জোগায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ