এইচটি বাংলা ডেস্ক : নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে এবারের বাংলা নববর্ষ ১৪৩২-কে ঘিরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।
সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হওয়া কনসার্টের পর সন্ধ্যা ৭টায় শুরু হয় ড্রোন শো, যা ছিলো সবার জন্য উন্মুক্ত। সন্ধ্যায় চীনা দূতাবাসের সৌজন্যে এই ড্রোন শো দেখানো হয়।
উপস্থিত বিপুল সংখ্যক জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে। এছাড়াও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের চিত্র ফুটিয়ে তোলা হয়।
এইসময় চারপাশে সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর ছিল আশেপাশের পরিবেশ।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছিল।