ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, গড়বে আগামীর সুস্থ প্রজন্ম, -এই লক্ষে চট্টগ্রামের পটিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার ( ৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনি এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটাারি সাংবাদিক ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।