নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবিতে মানববন্ধন ও ধর্ম উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হয়। ১৬ নভেম্বর চন্দনাইশ সদরে চন্দনাইশ সচেতন জনসাধারণের উদ্যোগে শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাহামুদুর রহমান মাহাদু, কাজী আবু তালেব, মাজাহার হেলাল, সাদ্দাম হোসেন, মো. ওসমান, সদস্য আবদুল হাকিম সওদাগর, মাওলানা ফরিদ উদ্দীন, সিরাজুল ইসলাম কোম্পানী, মফিজুর রহমান, মো. শাহাদাত হোসেন, ছৈয়দ শিবলী সাদেক কফিল, আমিনুল ইসলাম রুবেল, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাফেজ আহম্মদ, সুফি আবদুস ছবুর, আবদুস ছাত্তার, হারুনুর রশীদ, সাউথ, মাস্টার কামাল উদ্দীন, আবু ছালেক, ওয়াহিদুল আলম, মরজুর আলম প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, উপজেলা সদরে অধিগ্রহণকৃত জায়গায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জোর দাবি জানান।