নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১১ অক্টোবর (শনিবার) বিকালে পৌরসভার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি'র নেতা আ.ক.ম মোজাম্মেল হক, মাহমুদুর রহমান মাদু, মাসুদুর রহমান, নুরুল কবির, নুরুল হুদা বাবর, শামসুদ্দিন মেম্বার, আইনুল হুদা চৌধুরী, শহিদুল ইসলাম, ফয়েজুর রহমান, সাইফুল ইসলাম, মাহবুবুল হক চৌধুরী, নুরুল কবির, রিয়াজ উদ্দিন মাস্টার, মো. ইসমাইল সওদাগর, আবদুল আজিজ, মো. আবছার, ইয়াছিন আরফাত, জাকের, খালেক, সিকান্দার বাদশাহসহ চন্দনাইশ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।