নিজস্ব প্রতিবেদক:
চন্দনাইশ উপজেলার ৪১ নং লট এলাহাবাদ পাহাড়ি এলাকায় খাঁনহাট-ধোপাছড়ি-বান্দরবান সড়ক সংলগ্ন হযরত শাহ সূফী সৈয়্যদ শাহ্ (রহঃ)'র বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, খতমে গাউসিয়া ও ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হযরত শাহ্ সূফী সৈয়্যদ শাহ্ (রহঃ)'র মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জাহেদ কোম্পানির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মো. আরিফুর রহমান মারুফ, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. আরফাত হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাশিমপুর ইউনিয়ন উত্তর শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, এ.এস.এফ মো. এনাম, মো. হোসেন, আহমদ উল্লাহ ছোটন।
হাফেজ মো. সোহেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল কোম্পানি, অর্থ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মো. নাজিম উদ্দীন, মো. শাহজাহান, মো. আলী হোসেন, মো. তৌহিদ প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী শহিদুল ইসলাম।