নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরস্থ নবপ্রতিষ্ঠিত গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রথমবারের মত জিসিএস বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। ১৩ ডিসেম্বর সকালে কলেজ ক্যাম্পাসে ১ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ৭’শ ৮০ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বৃত্তি পরীক্ষায় ১ম স্থান অধিকারীকে নগদ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তিসহ প্রতি শ্রেণিতে ১০ জন করে মোট ৭২ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি মো. নাছির উদ্দীন বাবলু, সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলাম রাহী, এম.এ আলম, এড. রিদুয়ানুল হক, মো. ইউনুস, রোকন উদ্দীন আজম, মো. সোলেমান, ওবায়দুল আকবর টুটুল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ খান আশিক প্রমুখ।