সাইফুল ইসলাম সাকিব ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে ১৫০ জন নারী কৃষককে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য হোমস্টেড গার্ডেন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে তজুমদ্দিন কৃষি অফিস চত্বরে
এসএসিপি-রেইনস এর আওতায় উপজেলার ৫ ইউনিয়ন থেকে ১৫০ জন প্রদর্শনী প্রাপ্ত প্রত্যেক নারী কৃষকে বসতবাড়িতে সবজি চাষের জন্য ১২ রকমের উন্নতমানের সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার, বেড়া তৈরির জাল, পানির ঝাঝড়ি ও সাইনবোর্ড প্রদান করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে নারী কৃষকদের মাঝে প্রদর্শনীর কারিগরি দিক নিয়ে ব্রিফিং প্রদান করেন তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা,তিনি বলেন, "বসতবাড়ির আঙ্গিনার পতিত ১ শতাংশ জমিতে ৫ টি বেড করে সারাবছর সবজি চাষ করলে পারিবারিক পুষ্টি চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে বলে জানান, এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচার বৃন্দ।