বিশেষ প্রতিনিধি : আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে সর্বপ্রথম দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কেড়ে নিয়েছে।বিগত ১৭ বছর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি।তাই সর্বপ্রথম অতিদ্রুত মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার নিশ্চিত করতে হবে৷ ভোটাধিকার নিশ্চিত হলে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে। তাই দলের নেতাকর্মীদের রাজপথে থেকে ও মানুষের কাছে গিয়ে পৌঁছে দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তারেক রহমান ক্ষমতায় গেলে কেমন বাংলাদেশ গড়তে চাই।
শুক্রবার বিকালে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন জাতীয়তাবাদী বিএনপি’র আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
লায়ন মোঃ হেলাল উদ্দিন আরো বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ বিগত ১৭ বছর রাজপথে থাকা দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। নেতৃত্বে আনা হবে রাজপথে থাকা তরুনদেরকে। দলের দুঃসময়ে যারা রাজপথে না থেকে সুসময়ে অতিথিপাখি হয়ে ফিরে আসতে চাইলে প্রতিহত করা হবে।
এসময় আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবুল কাশেম’র সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ নেজাম’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মাষ্টার রফিক, যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, সদস্য রফিক ডিলার, মোজাম্মেল হক, মোস্তাক আহমেদ, মোঃ লোকমান, দিল মোহাম্মদ মন্জু, মোঃ লিয়াকত, মোহাম্মদ মনসুর, আবদুল হক, আবু ছাদেক, মোহাম্মদ ইউনুচ, মামুন খান, আবু সালেহ, আনোয়ারা উপজেলা যুবদল নেতা নিজাম,ওসমান শিকদার, শোয়াইবুল ইসলাম, এড. নুরুল কবির রানা, মোঃ হোসেন, মোহাম্মদ এরশাদ, আলাউদ্দিন তালুকদার, আলফাজুর রহমান আরিফ, আলী আহমেদ, আবুল হাশেম, রাশেদ খান মেনন, মহিউদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব মাহির, মোহাম্মদ হাছান, শামসুল ইসলাম, সদস্য মুসা, দস্তগীর, রবিউল হোসেন ভুট্টো, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েম, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, হান্নান, সাকিব, জাহেদুল ইসলাম শাহাদাত, সোহেল, তারেক,
আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ বোরহান, শফিউল আলম, বটতলী কলেজ ছাত্রদল নেতা মোঃ তারেক, মিনহাজ, নাজিম মহিউদ্দীন লতিফ, শওকত ও মনছুর সহ প্রমুখ।