এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজরাবানিদের সামনে দাঁড়াতে পারেনি টাইগারদের মিডল-লোয়ার অর্ডার। দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ধস নামে। ফিরে যান ৫ ব্যাটার। তৃতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট হারিয়ে ৬১ ওভারে ১৯১ রানে থামে বাংলাদেশ।
দিনের শুরুটা সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে করেছিলেন। ৩২ রানে দুই ব্যাটারকে ফেরান ভিক্টর নিয়াউচি। পরে শান্ত ও মুমিনুল মিলে যোগ করেন ৬৬ রান। ৯৮ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৯ বলে ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর ধস নামে। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণিতে দ্রুত আরও ৪ ব্যাটার হারায় বাংলাদেশ। মুমিনুল ৫৬ রান করে ফিরে গেলে বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি। মুশফিকুর রহিম ৪ রান, মেহেদী হাসান মিরাজ ১ রান এবং তাইজুল ৩ রান করেন।
চা বিরতির পর জাকের আলি ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ দেখিয়েছেন। দুজনে ৪১ রানের জুটি গড়েন। ১৮৭ রানে হাসান ফিরে যান ১৯ করে। আর চার রান স্কোরে যোগ করে ১৯১তে উইকেট দিয়ে আসেন জাকের। ২৮ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। এরপর চার বলের ব্যবধানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
রোডেশিয়ানদের হয়ে ওয়েলিংটন মাসকাদজা ১০ ওভার বল করে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ব্লেসিং মুজারাবানি ৫০ রানে ৩ উইকেট, ওয়েসলি মাধেভেরে ২ রানে ২ উইকেট ও ভিক্টর নিয়াউচি ৭৪ রানে ২ উইকেট নেন।
[video width="300" height="250" mp4="http://htbanglatv.com/wp-content/uploads/2025/04/gMNIKQ.mp4"][/video]