এইচটি বাংলা ডেস্ক : দুদকের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অবসরপ্রাপ্ত কর্মচারী (এম.এল.এস.এস) মো. দেলোয়ার সিকদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামিকে ছয় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান রানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় আসামিকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং একই আইনের ২৭(১) ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দুই ধারার সাজা একই সঙ্গে চলায় আসামিকে পাঁচ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে আসামির জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধভাবে অর্জিত ৫২ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন বিচারক।
এজাহার থেকে জানা গেছে, রাজউক কর্মচারী দেলোয়ার সিকদারের বিরুদ্ধে ৫২ লাখ ৯৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ মে মামলা করে দুদক।
সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা করেন।