এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংগ্রহণে সরকারের বৈষম্যমূলক ঘোষণার প্রতিবাদে র্যালি, মানবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০. ৩০ মিনিটে পূর্ব নির্ধারিত সময়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়।
পাটগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচিতে অংশ নিয়েছে ৫২ টি কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকগণ। শিক্ষার্থীদের হাতে শোভা পেয়েছে তাদের দাবি ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন।
এ সময় এম এ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল আবু ওয়াহেদ জানান,শিক্ষার মানের দিক থেকে কিন্ডারগার্টেনগুলো অনেক এগিয়ে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করায় শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে। বৃত্তি কোনো অনুদান নয়, এটা মেধার একটা স্বীকৃতি। এই স্বীকৃতি তাদেরকে দিতেই হবে। এটা অধিকার।