এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রেসক্লাব পাটগ্রাম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান মিজান। গতকাল সোমবার (২৮ জুলাই) হলরুমে এ মতবিনিময় সভা হয়। উপজেল নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, সাংবাদিকদের সাথে সকল প্রকার সহযোগিতা একে অপরের প্রয়োজন। এ ক্ষেত্রে তথ্যের প্রবাহ অবাধ থাকবে উপজেল প্রশাসনের।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিজানুর রহমান মিজান বলেন পাটগ্রামের সকল অসামাজিক কার্যকলাপ বিশেষ করে মাদক, জুয়া ও ক্যাসিনো দুর করার জন্য সবাংবাদিক ও পুলিশ যৌথভাবে কাজ করা প্রয়োজন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোতাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সুমন কুমার, প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সাফিউল ইসলাম সাফি।এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধি এফ আই রানা,কালবেলা প্রতিনিধি মিঠু মুরাদ সহ অনেকে।