মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।”এসো গড়ি রক্তের বন্ধুত্ব,রক্তের বন্ধনে বন্ধুত্ব” এই স্লোগান কে ধারন করে ১২ই জুন চট্টগ্রাম বিভাগের অধীনস্থ কুমিল্লা নগরীর , গোমতী টাচ, গোমতী নদীর পাড় ঘেষে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করে তাইফ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউল হাসান আমিন, (প্রধান সহ-সমন্বয়ক), বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।
টিপু চৌধুরী, (ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর ও বিশিষ্ট সমাজসেবী), মুহাম্মাদ রাশেদুল হাসান, (সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগর), এড: আমিনুল ইসলাম আমান, (বিশিষ্ট সমাজসেবক) ,জনাব নিজাম উদ্দিন কায়সার, (বিশিষ্ট সমাজসেবক)।
এ সময়ে অতিথিদের মাঝে সম্মাননা স্বারক উপহার দেয়া হয় বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি চট্টগ্রাম বিভাগের পক্ষ হতে। উক্ত আয়োজনে চট্টগ্রাম বিভাগের ৭ টি জেলার সমন্বয়ক ও স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়। স্বেচ্ছাসেবকদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠে পুরো মিলনায়তন।
প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজন হয়। চট্টগ্রাম বিভাগ এর সকল জেলা থেকে সেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রাফি ভূইয়া’র হাত ধরে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিভাগ। আমাদের ভালোবাসার আরেক নাম চট্টগ্রাম বিভাগ। এই শিক্ষা প্রতিষ্ঠানের আরেক নাম বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। বন্ধুমহলের স্বেচ্ছাসেবী তৈরি করার কারিগর আরেক নাম আনিসুজ্জামান নাহিদ ( প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি )।