মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে শিশু একাডেমিতে নববর্ষ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করেছে, রাজশাহী জেলা প্রশাসন। সার্বিকভাবে সহযোগিতা করেছে, রাজশাহী বিসিক ক্ষুদ্র শিল্প উদ্যোগতারা। তারা বিভিন্ন প্রকার, হাতের কাজ করা, থ্রি পিচ, শাড়ী, পিঠা, পায়েস, হাতের তৈরি, নানা রকম গহনা, নিয়ে এসেছেন মূলত একটা ভালো প্রদশর্নী ও পণ্য বিক্রি ও তাদের একটা পরিচিতি করার জন্য। এখানে, কারা শিল্প থেকে ও একটা ষ্টল দেয়া হয়। কারা অভ্যস্তরে কয়েদীরা এসকল পন্য তৈরি করে। বেত,ও পাট দিয়ে তৈরি করে এসকল হরেক রকম পণ্য মান সম্পন্ন কারা ফটকের সামনে ও এসব পণ্য বিক্রি করে।
মেলার প্রধান আর্কশন হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচুর নারী, পুরুষ, ছোট, বড় সকলেই এ মেলাতে এসেছেন। তাদের প্রছন্দ মতো পণ্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন। এ মেলা সকলের জন্য উন্মোক্ত রাখা হয়েছে। আমি পরো মেলা ঘুরে দেখলাম। অনেক সুন্দর পরিবেশ। পুলিশ ভাইরা বসেছিলেন আমাদের নিরাপত্তা দেবার জন্য।