জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের আয়োজনে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় "দুই লাখ টাকার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় চরগ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর যুবসমাজ কে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু।
সাংবাদিক সেলিম হায়দারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মহব্বত আলী সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, স.ম ইয়াছিন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব,তালা উপজেলা যুবদলের আহব্বায়ক র্মীজা আতিয়ার রহমান,সদস্য সচিব শেখ মোস্তফা মন্টু, যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ,তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,তালা থানা ছাত্রদলের আহব্বায়ক শেখ হাফিজুর রহমান,যুগ্ম আহবায়ক জর্জ আব্রাহাম রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এম এ হাকিম।
সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় ভাদড়া বাউখোলা স্পোর্টিং ফুটবল একাদশ ২ গোল দেয় । এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টার ফুটবল একাদশ ১ গোল পরিশোধ করে। ফলে ২-১ গোলে বিজয়ী লাভ করেন সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব।