নিজস্ব প্রতিবেদক , রাজগীর, ভারত : দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা, মাতৃভাষার গুরুত্ব রক্ষা, মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের (SJF) সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহমান।
গত ৪ ও ৫ জানুয়ারি ২০২৬, ভারতের বিহারের ঐতিহাসিক পর্যটন নগরী রাজগীরে অবস্থিত নালন্দা ওপেন ইউনিভার্সিটির আন্তর্জাতিক কনফারেন্স হলে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নালন্দা ওপেন ইউনিভার্সিটি এবং সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের শিরোনাম ছিল ‘International Conference on International Mother Language & International Award-2026’।
আন্তর্জাতিক এই সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, থাইল্যান্ড, মরিশাস এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল বিশ্বজুড়ে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা, মানবাধিকার রক্ষা, গণতন্ত্রের চর্চা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। সম্মেলনে বক্তারা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক (SAARC)-এর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সমস্যার কারণে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও উন্নয়ন যে বাধাগ্রস্ত হচ্ছে, সে বিষয়েও অভিজ্ঞ সাংবাদিক ও বিশেষজ্ঞরা তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
এই বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে নিরবচ্ছিন্ন কাজ করার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আব্দুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মেলন শেষে আব্দুর রহমান এই অর্জনের জন্য আয়োজক কর্তৃপক্ষ ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, "এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।"