এইচটি বাংলা ডেস্ক : বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় সার্ভার ডাউন দেখিয়ে বাংলাদেশ-ভারত যাত্রী পারপার বন্ধ করেছে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনর্চাজ খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে প্রায় ৫০ জন যাত্রী বাংলাদেশ-ভারত পারাপার হয়। সকাল ১১টা ৫ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সার্ভার ডাউন হয়ে গেছে। যাত্রী পারাপার সম্ভব নয়। এতে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত পারাপার বন্ধ হয়ে পড়েছে।
এদিকে হঠাৎ করে যাত্রী পারাপার বন্ধ থাকায় আখাউড়া স্থলবন্দরে অপেক্ষারত যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়েছে। অনেক রোগীও আটকা পড়েছে বলেও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।