প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
হতাশা ভুলে ক্যারিবীয়দের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজে নামছে জ্যোতির দল ।

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতে ভারতের মাটিতে এবছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হয়েছে লাল-সবুজদের। হতাশা ভুলে ক্যারিবীয়দের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেস অধিনায়কের আশা, টি-টুয়েন্টিতে ভালো করে ওয়ানডের হতাশা কাটানো।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার রাতে ওয়ার্নার পার্কে স্বাগতিকদের মুখোমুখি হবেন জ্যাতি-রাবেয়ারা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মাঠের লড়াই।
বিসিবির ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা তো আছে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। প্রত্যেকের ইচ্ছা ছিল জয়ের। দ্বিতীয় ম্যাচ জেতার পর একটা আশা ছিল যেন সিরিজ জিততে পারি এবং বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারি।’
দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। তাই পুরো দলই হতাশ। এখন আমাদের সামনে যেহেতু টি-টুয়েন্টি সিরিজ, আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। যদি টি-টুয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দল হিসেবে আমাদের অনেক বেশি উজ্জীবিত করবে।’
‘ওয়ানডে সিরিজের পর আমার যেটা মনে হয়, দল হিসেবে এখানে গোছানো ক্রিকেট খেলাটা মূল। দল যে মানসিকভাবে একটু ডাউন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটা ভালো ফল পেতে হবে। আমাদের দলের যে মানসিক অবস্থা, সেটার উন্নতি করার একটা সুযোগ এখন। যেটা টি-টুয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলার মাধ্যমেই হবে।’
Copyright © 2025 www.htbanglatv.com. All rights reserved.