এইচটি বাংলা ডেস্ক : পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। শুক্রবার (১১জুলাই) সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ(এস সি এল এস)'র আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ মিলনায়তনে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত র্যাংকন প্রেজেন্টস এস সি এল এস ন্যাশনাল ল অলিম্পিয়াড ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাইয়ের শহীদদের স্মরণ করে তিনি বলেন আমাদের ছেলেরা অধিকারের জন্য রক্ত দিয়েছে, বৈষম্যহীন সমাজ চেয়েছে। তারা ভোটের অধিকার, কথা বলার অধিকার চেয়েছে। যা সিভিল রাইট হিসেবে আমাদের সংবিধানে সন্নিবেশিত হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশের অধিকারের সাথে আমাদের জীবনের অধিকার যুক্ত কারণ পরিবেশ বিপন্ন হলে জীবন বিপন্ন হবে। বর্তমানে দেশের বিভিন্ন অংশে পরিবেশ আন্দোলন হলেও তা নিরবিচ্ছিন্ন। আমাদের একত্রতার প্রয়োজন রয়েছে এবং পরিবেশ বাঁচানো, নদী বাঁচানো,বায়ু দূষণ কমানো নিয়ে আমাদের ভাবতে হবে। সর্বোপরি,পরিবেশ দূষণের কারণে মানুষের স্বাভাবিক মৃত্যুর হার ব্যাহত হওয়া কমানো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত।
সেসময় বাংলাদেশের আগামী প্রজন্মকে নিরাপদ পৃথিবী দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এতে আইন বিভাগের সভাপতি ও এসসিএলএস'র মডারেটর অধ্যাপক ড রকিবা নবীর সভাপতিত্বে বিশেষ উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন সেশন জাজ মো. জাকির হোসেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এহসানুল করিম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জাফরুল্লাহ তালুকদার।
এসসিএলএস'র সদস্য লামিয়া তাজ নূরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এডভোকেট রাকিব রউফ,ব্যারিস্টার মীর হেলাল, এডভোকেট ফারজানা শারমিন পুতুল
ঢাকা মহানগর দায়রা জজ জনাব মোহাম্মদ জাকির হোসেন বলেন, বর্তমানে আমরা মৌলিক অধিকার নিয়ে অনেক আলোচনা হলেও পরিবেশের অধিকার নিয়ে নিশ্চুপ।যদিও পরিবেশের অধিকার আমাদের মৌলিক অধিকারের একটি এক্সটেন্ডেড রূপ। যদি কথা হয় পরিবেশ নিয়ে আইন তৈরিতে সেক্ষেত্রে আমরা অন্যান্য অনেক দেশ থেকে এগিয়ে থাকলেও তার প্রপার বাস্তবায়ন কখনোই সম্ভবপর হয়ে ওঠেনি।
সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এহসানুল করিম বলেন,বর্তমানে সবকিছুই প্লাস্টিকময় হয়ে গেছে, এমনকি আমাদের হাসিও। কারণ আমরা এখন আর ন্যাচারালি হাসতে পারি না
২ দিন ব্যাপি হতে যাওয়া দেশের সবচেয়ে বড় আইনভিত্তিক প্রতিযোগিতায় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি টিম অংশগ্রহণ করছে। এবারের প্রতিযোগিতা ৫টি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো পিক্টোরিয়াল প্লী রাউন্ড, রেবেলিয়াস স্পিরিট রাউন্ড, ক্রিটিক্যাল আই রাউন্ড, রিফর্ম অ্যাসেম্বলি রাউন্ড ও সিম্পোজিয়াম রাউন্ড। অলিম্পিয়াডের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে "জলবায়ু আইন ও পরিবেশ ন্যায়বিচার "।