শিরোনাম
পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে পলোগ্রাউন্ড মাঠে আবার চালু হলো খেলাধুলা।

রিপোটারের নাম / ৪৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক : ২২ জুন ২০২৩ তারিখে জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে পলোগ্রাউন্ড মাঠে আবার চালু হলো খেলাধুলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর মহানগর পর্যায়ের প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। জেলা প্রশাসক,চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মালেক।

প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার। ক্রীড়াচর্চার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদেরকে বিকশিত করবে এবং মাদক থেকে দূরে থাকবে। পলোগ্রাউন্ড মাঠকে চট্টগ্রামে ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এজন্য রেলপথ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। পলোগ্রাউন্ডে অ্যাথলেটিকস ট্র‍্যাক বসানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছে তা চট্টগ্রাম বিভাগের ক্রীড়া চর্চায় যুগান্তকারী ভূমিকা রাখবে। পলোগ্রাউন্ডে ফুটবল, ক্রিকেট, হকি ও অ্যাথলেটিকস এই ইভেন্টগুলোতে যাতে ক্রীড়াবিদ গড়ে উঠে সেজন্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান যে, চট্টগ্রামের ১৯১ টি ইউনিয়নে মাঠ তৈরির কাজ চলমান আছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারগণ ও এসি (ল্যান্ড) গণ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠের জন্য জমি ও জায়গা চিহ্নিত করেছেন। এখন ধাপে ধাপে সেখানে *Union Sports & Cultural Centre* নির্মাণ করা হবে। চট্টগ্রাম জেলায় আগামী একবছরের মধ্যে এই ১৯১ টি মাঠে খেলাধুলা চালু হবে। এটি চট্টগ্রামবাসীর জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ।

বিশেষ অতিথি আজম নাছির উদ্দিন বলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসন ক্রীড়াবান্ধব সকল উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

চট্টগ্রামের ট্র‍্যাক এন্ড ফিল্ডের সাথে জড়িত সাবেক ক্রীড়াবিদরা মনে করেন: জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে পলোগ্রাউন্ডে যদি একটা অ্যাথলেটিকস ট্র‍্যাক/টার্ফ স্থাপন করা যায় তাহলে চট্টগ্রাম জেলা সহ তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে প্রচুর মানসম্মত অ্যাথলেট তৈরি হবে যারা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা প্রশাসনের এনডিসি মো: তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মাজহারুল ইসলাম চৌধুরী, চসিক ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ কাজল, সিজেকেএস ওর যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, সিজেকেএস সদস্য মশিউর রহমান, ফুটবল কমিটির চেয়ারম্যান আবুল হাশেম প্রমুখ।
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পূর্বে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন রেলপথ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ; জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। এ সময় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলীও উপস্থিত ছিলেন।
পলোগ্রাউন্ডে খেলাধুলা বান্ধব করতে অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্যতা যাচাই করা হয় আজকের পরিদর্শনে।


এই ক্যাটাগরির আরো সংবাদ