শিরোনাম
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে ভাঙচুর করেছে উত্তেজিত ছাত্র-জনতা ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুদক ব্যারিস্টার জায়মা রহমান ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন লালমনিরহাটের পাটগ্রামে তিন সন্তানের জননীকে ওড়না পেচিয়ে হত্যা বিতর্ক মানুষের ব্যক্তিত্বকে আলোকিত ও বুদ্ধিসম্পন্ন করে: চুয়েট ভিসি বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেয়েছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে পাচার হওয়া  বিলিয়ন ডলার উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা লালমনিরহাটে মৃত গরুর মাংস বিক্রি -ভ্রাম্যমান আদালতের অভিযান সঠিক কাঠামো অনুসরণ করা গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত জরুরি : চুয়েট ভিসি যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় স্লিপ ফান্ডের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ।

রিপোটারের নাম / ৬১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৫৩টি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় প্রায় ৩৫ হাজার শিক্ষার্থীর অনুকূলে স্লিপ ফান্ডের বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা শিক্ষা অফিসের বিরুদ্ধে।

স্লিপফান্ডের বাড়তি টাকা নিয়ে নয়-ছয় করার এ অভিযোগ তুলেছেন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক।

গত সোমবার ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা। যার মধ্যে পটিয়া উপজেলা ১৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০-৩৫ হাজার শিক্ষার্থী রয়েছে। পরিক্ষা শেষ হবে আগামী ১১ ডিসেম্বর।

পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোন ধরনের ফি নেওয়ার নিয়ম না থাকলেও, উপজেলা শিক্ষা অফিসের নির্দেশক্রমে ছাত্র সংখ্যার ভিত্তিতে স্লিপফান্ড হিসেবে প্রতি শিক্ষার্থী কাছ থেকে ১৪ টাকা করে নেওয়া হচ্ছে।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষকদের অভিযোগ, পার্শ্ববর্তী উপজেলায় স্কুল থেকে স্লিপফান্ডের মাধ্যমে শিক্ষার্থী প্রতি ৮-১০ টাকা করে নেয়। কিন্তু পটিয়ায় প্রাথমিক শিক্ষা অফিস নিচ্ছে ১৪ টাকা করে। শিক্ষকরা জানান, অন্য উপজেলা থেকে এ বাড়তি টাকা উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজসে নয়-ছয় করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এসব শিক্ষকরা অভিযোগ করেন, এ প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সম্পাদনে একটি কমিটি করার কথা ছিল। কিন্তু স্লিপফান্ডের বাড়তি এ টাকা নয়-ছয় করতেই উপজেলা শিক্ষা অফিসারের কোন তোয়াক্কাই করছেন না।

শিক্ষকরা মনে করেন, এ বাড়তি অর্থ আত্মসাৎ করতেই বার্ষিক পরীক্ষা সম্পাদন কমিটি গঠনে এমন অনীহা ও একগুয়েমি ভাব দেখাচ্ছেন উপজেলা শিক্ষা অফিসার।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ জানান, আমি কোন বাড়তি টাকা নিচ্ছি না। প্রশ্নপত্র প্রণয়ন, খাতা ক্রয় ও প্রশ্নপত্র তৈরিসহ সংশ্লিষ্ট শিক্ষকদের খরচ বাবদ এ টাকা নেয়া হচ্ছে। অন্য উপজেলা থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সম্পাদনে কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখানে কমিটি গঠনের কোন প্রয়োজন নেই।

তার এ বক্তব্যের জবাবে বিভিন্ন শিক্ষকরা অভিযোগ করে বলেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ ও সহকারি শিক্ষা অফিসার মো. আলাউদ্দীনের যোগসাজস ও সিন্ডিকেটের মাধ্যমে এ খাতসহ বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ