শিরোনাম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী নিহত।

রিপোটারের নাম / ২১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : মধ্যরাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

 

মধ্যরাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন ট্রাকের চাপায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে আগুনের ঘটনা ঘটে। এরপর সচিবালয় এলাকার ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি সোহানুরকে চাপা দেয়। গুরুতর আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ঘটনাস্থলে থাকা লোকজন ট্রাক এবং ট্রাকের চালককে আটক করে।

 

ফায়ার সার্ভিস পক্ষ থেকে জানানো হয়েছে, সোহানুর জামান ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার এই যুবক মূলত বিশ্বনাথ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন, তবে তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তিনি ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে, তার একটি বোনও রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ