অন্তবর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস সহ সকল উপদেষ্টা বৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন (এডব্লিউসিআরএফ) এর মহাসচিব মোহাম্মদ আলী।
(৯ আগস্ট-২০২৪ ) শুক্রবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমরা সবসময় বলি যে, তরুণরাই আগামী দেশ গড়ার কারিগর সেটাই আজ বাস্তবায়িত হলো। শিক্ষার্থীরা কোটা আন্দোলন কেন্দ্র করে যে গণঅভ্যুর্থান করেছে সেই অভ্যুর্থানের জেরে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। এই গণঅভ্যুনর্থানের মূল কারিগর শিক্ষার্থীরা। যেই লক্ষ্যে নিয়ে আজ তারা সাফল্য অর্জন করেছে তা যেনো দেশে প্রতিফলিত হয় সেটাই প্রত্যাশা করি।
বিবৃতিতে তিনি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশা করে বলেন, এই আন্তর্জাতিক খ্যাতিমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেটি দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আশা করি এই সরকার দেশ থেকে দুর্নীতি, অসাধু সিন্ডিকেট , আইনের সুশাসন নিশ্চিত সহ সকল অনিয়ম দুর করে নতুন ভাবে ঢেলে সাজিয়ে দেশ কে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে কাজ করে যাবেন।
বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে সমাজের পিছিয়ে জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাবে এটাই প্রত্যাশা রাখেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।