শিরোনাম
সাতক্ষীরায় জালিয়াতি করে ১৮ বছর শিক্ষকতায় বহাল  অবশেষে সাতক্ষীরা সদর হাসপাতালে দৈনিক  ১২৫ টাকার পরিবর্তে ১৭৫ টাকার খাদ্য পথ্য গ্রহণের নির্দেশ  তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে – ব্যারিষ্টার মীর হেলাল  গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সাড়ে ৬০০ কোটি টাকার ডেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা  পরিবর্তন আনা হচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির অনুমোদন পটিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা জিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। সোমবার ৪ দিনের সফরে  সুইজারল্যান্ডে যাচ্ছেন  প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

অবশেষে সাতক্ষীরা সদর হাসপাতালে দৈনিক  ১২৫ টাকার পরিবর্তে ১৭৫ টাকার খাদ্য পথ্য গ্রহণের নির্দেশ 

রিপোটারের নাম / ১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সকল হাসপাতালে ভর্তিকৃত রোগীদের দৈনিক রোগী প্রতি ১ শত ২৫ টাকা বরাদ্দ ছিল। উক্ত টাকায় রোগীদের পরিমাণ মতন খাদ্য পথ্য সরবরাহ হয়না ফলে সরকার ১২৫/= টাকা পরিবর্তে ১৭৫/= নির্ধারণ করেন ২০২২ সালে। কিন্তু তৎকালীন সিভিল সাতক্ষীরা জেলার সদর হাসপাতাল সহ কোন হাসপাতালে বাস্তবায়ন করেননি।

 

রোগীদের স্বার্থে রক্ষার্থে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনে-১ শাখা স্বারক নং-৪৫.০০.০০০০.১৬০.০২.০০১.২০.২৯২ তারিখ ১০ অক্টোবার অফিস আদেশে অর্থ মন্ত্রনালয় অর্থ বিভাগের ২৫ শে সেপ্টেম্বর ২০২২ তারিখে ০৭.০০.০০০০.১৫৬.০২.০০১.২২.৭৪৪ নং স্বারকে প্রদত্ত সম্মতির প্রেক্ষিতে পথ্য বরাদ্দ বাবদ রোগী প্রতি দৈনিক ১২৫ টাকার পরিবর্তে ১৭৫/= টাকায় উন্নীতকরণে সরকারী মজ্ঞুরী জ্ঞাপন করেন। কিন্তু সিভিল সাজর্ন সাতক্ষীরা আদেশটি বাস্তবায়ন না করায় সাতক্ষীরা সদর হাসপাতালের সরবরাহকারী মোঃ নজরুল ইসলাম তিনি ব্যক্তিগত ভাবে রোগীদের স্বার্থ রক্ষার্থে সরকারী ১৭৫/= টাকা বরাদ্দ বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সচিব এর নিকট আবেদন করেন। সচিব মহদ্বয় আবেদনটি গ্রহন করে সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা স্বারক নং-৪৫.০০.০০০০.১৬০.০২.০০১.২০.২৩ তারিখ ১৫/০১/২০২৩ পত্রে আলোকে সাতক্ষীরা সিভিল সার্জন এর নিকট কেন বাস্তবায়ন হচ্ছে না তার ব্যাখ্যা চান । সিভিল সার্জন সাতক্ষীরা তার দপ্তর স্বারক নং- সি এস/ সাত/ শা-১/২০২৩/১০২৪/১(৪) তারিখ ০৩/০৫/২০২৩ প্রেরিত পত্রের আলোকে মন্ত্রনালয়ে ব্যাখ্যা প্রদান করেন যে, স্বাস্থ্য সেবা শাখার ২৯২ স্বারকের ১০/১০/২০২২ ইং মোতাবেক পথ্য বাবদ দৈনিক রোগী প্রতি ১২৫ টাকার পরিবর্তে ১৭৫/= টাকা বাস্তবায়নের ক্ষেত্রে নতুন টেন্ডার কার্যক্রমে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা থাকায় পূর্বের ঠিকাদার কতৃক পূর্বে দেওয়া দর অনুযায়ী রোগী প্রতি দৈনিক ১২৫/= টাকার পরিবর্তে ১৭৫/= টাকা বরাদ্দ মোতাবেক খাদ্য পথ্য গ্রহন করা যাবে কিনা সে বিষয়ে সুস্পষ্ট মতামত / দিক নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রানালয়কে অনুরোধ জানান। সাতক্ষীরার সিভিল সার্জন কর্তৃক প্রেরিত ব্যাখ্যার প্রেক্ষিতে সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা ১ শাখায় স্মারক নং ৪৫.০০.০০০০.১৬০.০২.০০১.২০.১৮৬ তাং ০৫/০৬/২০২৩ এর মোতাবেক মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরকে দিক নির্দেশনা প্রদান পূর্বক প্রেরিত পত্রের ৪ নং ক্রমিকে নির্দেশনা প্রদান করেন যে, পি-পি এ ২০০৬ ও পিপি আর ২০০৮ এবং অর্থ বিভাগের ২৫ শে সেপ্টম্বর ২০২২ তারিখের ০৭.০০.০০০০.১৫৬.০২.০০১.২২.৭৪৪ নং স্বারক এবং সেই মূলে স্বাস্থ্য সেবা বিভাগের ১০ অক্টোবর ২০২২ তারিখের ৪৫.০০.০০০০.১৬০.০২.০০১.২০.

২৯২ নং স্বাকের সিধান্ত অনুযায়ী রোগীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো এবং অত্র পত্রের তিন নং ক্রমিকে সিভিল সার্জনের ব্যাখ্যার বিষয়টি উল্লেখ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের উল্লেখিত পত্রের প্রেক্ষিতে মহা-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা স্বারক নং- স্বাঃ অধিঃ/ হাস/ মন্ত্রনালয়/ বিভিন্ন পত্রের নথি-০৩/২০২৩/১৩৯৯,তারিখ-২৭/০৮/২০২৩ পত্রের আলোকে সিভিল সার্জন সাতক্ষীরাকে মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে নির্দেশনা প্রদান করেন যে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দৈনিক রোগী প্রতি ১২৫/- এর পরিবর্তে ১৭৫/- খাদ্য পথ্য সরবরাহ গ্রহন করা যাবে না। মহা-পরিচালকের স্বাস্থ্য অধিদপ্তর এর উক্ত আদেশের বিরুদ্ধে মি. নজরুল ইসলাম রোগীদের স্বার্থ রক্ষার্থে মহামান্য সুপ্রিম কোর্টের হাইর্কোট বিভাগের রিট পিটিশান ৬১৩/২০২৪ দাখিল করেন। যা গত ৪ ই ফেব্রুয়ারী ২০২৪ তারিখে মহামান্য বিচারপতি মি.মোস্তফা জামান ইসলাম এবং মহামান্য বিচারপতি মি. মোঃ আতাবুল্লাহ দীর্ঘ শুনানী শেষে স্বাস্থ্য সচিব মহদ্বয়কে ৪৫ দিনের মধ্যে সরবরাহকারীর মি.নজরুল ইসলাম ০৩/০৯/২০২৩ তারিখের স্বাস্থ্য মন্ত্রানালয়ের ১৮৬ স্বারকের তারিখ ০৫/০৬/২০২৩ পত্রের ৪ নং ক্রমিকের সিধান্তে ১০/১০/২০২২ তারিখে স্বাস্থ্য সেবা শাখার ২৯২ স্বারকের দৈনিক রোগীদের ১২৫ টাকার পরিবর্তে ১৭৫ টাকার খাদ্য পথ্য সরবরাহের সিধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেন।

 

উক্ত নির্দেশনার আলোকে ১৯/০৮/২০২৪ ও ২৫/০৯/২০২৪ তারিখে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য মি. নজরুল ইসলাম আবেদন করেন। উক্ত আবেদন ও হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আইন-১/২ শাখার ৩০৭ নং স্বারক তারিখ ০৬/১১/২০২৪ পত্রের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখাকে ১৭৫/= টাকা বরাদ্দ বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। তাছাড়া অর্থ মন্ত্রনালয়ের মতামত গ্রহন করার পর অবশেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার স্মারক নং-৪৫.০০.০০০০.১৬০.৯৯.০০১.২১.৮৪ তাং ২০/০১/২০২৫ এর আলোকে নন কোভিট রোগীদের খাবার সরবরাহের লক্ষ্যে পথ্য বরাদ্দ বাবদ দৈনিক রোগী প্রতি ১২৫ টাকার পরিবর্তে পুনঃ নির্ধারিত ১৭৫/= বরাদ্দের বিষয়ে জারিকৃত আদেশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সিভিল সার্জন সাতক্ষীরা কে নির্দেশ ক্রমে অনুরোধ জানিয়েছেন মোঃ শাহাদাত হোসেন কবির উপ-সচিব সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা -১ শাখা। উল্লেখিত নির্দশিত পত্রটি সিভিল সার্জন সাতক্ষীরা সরকারী মেইলে প্রেরন করেছেন মর্মে স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে নিশ্চিত করেন।

 

এ সংক্রান্তে সিভিল সার্জন সাতক্ষীরা কে মন্ত্রণালয়ের পত্রটি পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন সরকারী মেইলের মাধ্যমে পত্র পেয়েছি। দীর্ঘ ৩ বছর পর সাতক্ষীরা জেলার সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ভর্তিকৃত রোগী ১২৫/= টাকা পরিবর্তে ১৭৫/= টাকার খাদ্য পথ্য প্রাপ্ত হবেন। কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও তালা হাসপাতালে ১৭৫ টাকা দৈনিক রোগী প্রতি খাদ্য ও পথ্য প্রথম থেকেই সরবরাহ কার্যক্রম অব্যাহত আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ