এইচটি বাংলা অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন থানা ও বন্দরে ম্যাসেজ পাঠিয়েছিল পুলিশ। সেই ম্যাসেজের ভিত্তিতেই নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
ডিএমপি কমিশনার বলেন, নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ওই দিনের আগে আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ হাসিনা সরকারের এমপি-মন্ত্রী দেশ ছাড়েন। অনেকে দেশে থাকলেও গা-ঢাকা দেন।
শেখ হাসিনার পর দেশ থেকে পালাতে চেয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের হেফাজতে নেয় সেনাবাহিনী।