এইচটি বাংলা ডেস্ক : দেশের বৃহৎ সামাজিক, অরাজনৈতিক ও শিশু অধিকার ভিত্তি সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে নিরক্ষর শিশুদের জন্য দুই টাকায় স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের ক পাঠদান করে যাচ্ছে।
উক্ত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ৩৮ নং ওয়ার্ডে সংগঠনের অফিস কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
২৯ জুন শনিবার কার্যালয়ের উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এভ জাফর উল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, মহাসচিব মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ প্রমূখ।
এই সময় নেতৃবৃন্দ বলেন, সংগঠনের সকল কিছু এই কার্যালয় থেকে পরিচালিত হবে এবং এই অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের ভবিষ্যতে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে।