মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সচিব মো. সোলেমান হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দলীয় প্রভাব খাটানো এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদের ঘনিষ্ঠ পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নে নিজের একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন।
অভিযোগ রয়েছে, সচিব সোলেমান আওয়ামী লীগের প্রভাবশালী মেম্বারদের দিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ লুটপাট করছেন। নিজস্ব গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে তিনি প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করছেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
সদর ইউনিয়নের এক ভূমিদাতার নামের সাইনবোর্ড মেরামতের জন্য বরাদ্দ নেই জানালেও, দলীয় লোকদের তুষ্ট করতে প্রকল্পে টাকার অভাব হচ্ছে না। মহিলা মেম্বার মনোয়ারা বেগমের নামে প্রকল্প দেখিয়ে সচিব নিজেই নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে, বিতর্কিত মেম্বার আব্দুল মতিনের মাধ্যমে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যাকে ঘিরে এলাকাজুড়ে সমালোচনার ঝড়।
এমন পরিস্থিতিতে সচিব মো. সোলেমানের অবৈধ সম্পদের হিসাব ও তার বিরুদ্ধে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।