শিরোনাম
পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায়
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

কমলগঞ্জে সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ

রিপোটারের নাম / ২১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সচিব মো. সোলেমান হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দলীয় প্রভাব খাটানো এবং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদের ঘনিষ্ঠ পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নে নিজের একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন।

 

অভিযোগ রয়েছে, সচিব সোলেমান আওয়ামী লীগের প্রভাবশালী মেম্বারদের দিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ লুটপাট করছেন। নিজস্ব গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে তিনি প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করছেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

 

সদর ইউনিয়নের এক ভূমিদাতার নামের সাইনবোর্ড মেরামতের জন্য বরাদ্দ নেই জানালেও, দলীয় লোকদের তুষ্ট করতে প্রকল্পে টাকার অভাব হচ্ছে না। মহিলা মেম্বার মনোয়ারা বেগমের নামে প্রকল্প দেখিয়ে সচিব নিজেই নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে, বিতর্কিত মেম্বার আব্দুল মতিনের মাধ্যমে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যাকে ঘিরে এলাকাজুড়ে সমালোচনার ঝড়।

 

এমন পরিস্থিতিতে সচিব মো. সোলেমানের অবৈধ সম্পদের হিসাব ও তার বিরুদ্ধে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছেন স্থানীয়রা। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ