শিরোনাম
শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে  ‘অদম্য ইচ্ছায় আশা পূরণ সামিয়ার’ এবার স্বপ্ন জয়ে সারথি হয়েছে সিআরএ জাতীয় সমাবেশ উপলক্ষে ছাতকে জামায়াতে ইসলামীর মিছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ  পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে এনসিপি নেতাদের ওপর হামলা চালিয়েছে : বিএনপি  গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবহিনী। মৃত্যুর আগে চট্টগ্রাম ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস -চলে আসুন ষোলশহর। তালায় অতি বৃষ্টিতে ডুবছে ফসল-ঘের, প্রতি বর্ষায় একই দুর্ভোগ
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১২:০১ অপরাহ্ন

গাজীপুর শ্রীপুরে ৭ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

রিপোটারের নাম / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

মোঃ আবু সালেহ , গাজীপুর প্রতিনিধি :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ৭ দফা দাবিতে আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে আয়োজক সংগঠনসমূহ। সমাবেশটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই সমাবেশে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এ মিছিল থেকে। এ সমাবেশকে ঘিরে সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) বাদ আছর গাজীপুরের শ্রীপুর পৌরসভায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য মিছিল। মিছিলটি শ্রীপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে রেলস্টেশন ঘুরে উপজেলা গেইটে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণ করে শ্রীপুর পৌর জামায়াতসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ। এতে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর জামায়াতের আমীর ডা. আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বক্তারা জানান, আসন্ন সমাবেশে নির্বাচন ঘিরে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ, প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা এবং নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জোরালোভাবে উপস্থাপন করা হবে।

আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাবেশটি হবে শান্তিপূর্ণ, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ গণদাবির প্রতিফলন, যা জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার ও সুশাসনের দাবিকে নতুন মাত্রা দেবে। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় শ্লোগান,“চলো চলো ঢাকা চলো, সমাবেশ সফল করো।


এই ক্যাটাগরির আরো সংবাদ