শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা: ৭নং ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলেন্টিয়ারের সচেতনতামূলক মাইকিং।

রিপোটারের নাম / ৪১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড়ধসের শঙ্কা: ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ৭নং ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলেন্টিয়ার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জেলা প্রশাসকগণ এর সমন্বয়ে সচেতনতামূলক মাইকিং করা হয়।

 

কয়েকদিন যাবত অতি ভারী বর্ষন চলমান থাকার কারণে পাহাড় ধ্বস হওয়ার সম্ভাবনা প্রতিরোধে মিয়ার পাহাড় ও ট্যাংকির পাহাড়ে ৭নং ওয়ার্ডে ইপসার নির্দেশনায় ডিসি অফিস , ওয়ার্ড সচিবও সমন্বয় করে কাজ করছে ৭নং ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলেন্টিয়ার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর জেলা প্রশাসকগণ এর সমন্বয়ে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

 

পাহাড় এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সাধারণ মানুষকে পাহাড়ধসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য এবং আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় এবং প্রয়োজনে সহযোগিতাও প্রদান করা হয় স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে।

 

এ সময় উপস্থিত ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা ষোলশহর ভূমি অফিসের জনাব নুরুল আহসান, ও ভূমি উপ সহকারী কর্মকর্তা জনাব রাজেশ চৌধুরী। এবং আরবান কমিনিউটি ভলেন্টিয়ার

রাবেয়া আক্তার,জেরিন আক্তার, মমতাজ বেগম, জুলি আক্তার, জাহানারা বেগমসহ আরও অনেকেই।

 

৭নং ওয়ার্ড আরবান কমিনিউটি ভলেন্টিয়ার, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ