শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু।

রিপোটারের নাম / ৩৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন ৯ তলা ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নগরীর কোতোয়ালী থানার কাছে বাণ্ডেল সেবা কলোনির প্রবেশমুখে এ ঘটনা ঘটেছে।

 

নিহতরা হলেন— ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।

 

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম জানান, ১১ তলাবিশিষ্ট রঙ্গম কনভেনশন হলের নবম তলায় তিন শ্রমিক কাজ করছিলেন। সেখান থেকে তারা নিচে পড়ে যান। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আহত রাশেদ মারা যান।

 

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আরেক শ্রমিক মো. রাসেল জানান, তিনি ভবনের নিচে ছিলেন। তিন শ্রমিক নবম তলার দেওয়ালে প্লাস্টারের কাজ করছিলেন। সেখান থেকে আকস্মিকভাবে তারা নিচে পড়ে যান।

 

ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি আবদুল করিম জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ