শিরোনাম
ইসলামের রাজনৈতিক দিকদর্শন ইসলামের নামে রাষ্ট্র নয়, ইসলামের রাজনৈতিক দিকদর্শন মানবতার রাষ্ট্র : আল্লামা ইমাম হায়াত  চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। খেলাপি ঋণ আদায়ে পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলেছে ব্যাংক এশিয়া। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অপু বিশ্বাস। মিটফোর্ড হাসপাতালে নির্মম হত্যাকাণ্ড ও দেশব্যাপী সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে কমলগঞ্জে প্রতিবাদ সমাবেশ ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৫৯ জন এমপির আহ্বান ইসরায়েলি বাহিনীর  হামলায় ১১০ জন ফিলিস্তিনি নিহত সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা। রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:১১ অপরাহ্ন

 

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা ,চট্টগ্রাম প্রতিনিধি : গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্থ গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।

 

সোমবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাজীর দেউড়ি নাসিমা ভবন দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যেম শেষ হয়।

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এর সঞ্চালনায় ও জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দীন টিটু, সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব।

 

সভাপতির বক্তব্যে তকিবুল হাসান চৌধুরী তকি বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নেতাকর্মীরা এখনো পর্যন্ত সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি কিন্তু আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমরা ছাত্রদল তার সমুচিত জবাব দেবো।

 

সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু বলেন, একটি গুপ্ত সংগঠন মাঠের রাজনীতিতে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আমরা ছাত্রদল তাদেরকে ষড়যন্ত্রের পথ পরিহারের আহবান জানাই।

 

সাংগঠনিক সম্পাদক সুজা-উদ-দৌলা সজীব বলেন আমরা সব মেনে নেবো কিন্তু ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জননেতা তারেক রহমানকে নিয়ে যদি নোংরামো করা হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দাঁতভাঙা জবাব দিবে।

 

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, নঈম উদ্দিন মিনহাজ, মহিন উদ্দীন, মাহবুবুর রহমান, গাজী আবদুল মুবিন, রেজাউল করিম চৌধুরী রকি, হোসেন মোহাম্মদ মাসুম, আমজাদ হোসেন জিহান, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নুর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না, কাউসার উদ্দিন বাবু ও দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সহ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ