নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ সদর বাজারে দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতে ৮ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করে। ১৫ অক্টোবর চন্দনাইশ থানা কাঁচা বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব প্রতিষ্ঠানে মূল্য তালিকা না পাওয়ায়, অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৪টি মুরগির দোকানের মালিককে ২ হাজার টাকা করে ৮ হাজার টাকা, পেঁয়াজের দোকানের মালিককে ২ হাজার টাকা, ফলের দোকানের মালিককে ২ হাজার টাকা, ২ শুঁটকির দোকানিকে ৫শ’ টাকা করে ১ হাজার টাকাসহ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি বলেন, দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।