মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশে ২৪২ টি কেন্দ্রে প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ১ জুন (শনিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ২টি পৌরসভা ৮টি ইউনিয়নে ০-১২ মাস ও ১২-৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৪৯২ জন শিশুকে ২টি স্থায়ী কেন্দ্রসহ ২৪২টি কেন্দ্রে এ সকল শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী অভি, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান, আবাসিক মেডিকেল অফিসারডা. আবু রাশেদ, আকতারুজ্জামান রবিউল, প্রফুল্ল চৌধুরী, পীযুষ চক্রবর্তী প্রমূখ।