শিরোনাম
৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮ ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী

রিপোটারের নাম / ২৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, যারা দেশের মানুষকে সকল প্রকার অধিকার বঞ্চিত করেছিলেন মুক্তিকামী ছাত্র-জনতা তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা ইতিহাসের আস্তা খুড়ে নিক্ষেপ হয়েছে। অতীতে বাংলাদেশে কোন স্বৈরাচারী সরকার স্থান পায়নি, আগামীতেও পাবে না। এটায় দেশের মানুষ প্রমাণ করেছে। এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় কোন ধরনের ইস্যু সৃষ্টি করে কোনভাবে এই এগিয়ে যাওয়াকে নসাৎ করতে দেয়া যাবে না। অপ-রাজনীতি, অসুস্থ রাজনীতি ও অসুস্থ সংস্কৃতিকে পরিবর্তন করে দেশে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সংখ্যালুঘুদের নিরাপত্তার জন্য সবাইকে কাজ করতে হবে। কারণ তারা বাঙ্গালী, আমরাও বাঙ্গালী। তাদের নিরাপত্তা দিয়ে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য আহবান জানান। তিনি বলেন, দেশে ইসলামী শাসন কায়েম করতে হলে সৎ নেতৃত্ব দরকার। আদর্শ সমাজ ব্যবস্থা কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে দেশ সংস্কারের কাজ চলছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সেবা নিশ্চিত করার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আল-কোরানকে ধারণ করে নবী করিম (সঃ)’র সমাজ ব্যবস্থার রূপরেখা বাস্তাবায়নে কাজ করতে হবে। ফ্যাসিবাদী সরকার ক্ষমতার অপব্যবহার করে বিচার বহিঃভূত হত্যা চালিয়েছে রাজনৈতিক প্রতিহিংসার বশভূত হয়ে। ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ পৌরসভা শাখার উদ্যোগে সংগঠনের আমীর মাওলানা কাজী কুতুব উদ্দীনের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। গাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর, কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, উপজেলা আমীর মাওলানা আয়ুব আলী, সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দীন, জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারী মাওলানা আরিফুর রশিদ, মাওলানা আবদুল খালেক নেজামী, ছাত্র শিবিরের সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল, জামায়াত নেতা যথাক্রমে অধ্যাপক আজম খান, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দীন, শফিউল ইসলাম, হারুনুর রশিদ, জমির আদনান, মোজাফ্ফর আহমদ, আবদুর রহিম, ব্যাংকার ইব্রাহিম খলিল, কমরুদ্দীন সিকদার প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ