শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

ছাতকে পৈতৃক সম্পত্তি দখল: প্রশাসনের হস্তক্ষেপ চান করুণাময় দাস

ছাতক প্রতিনিধি / ৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ (মেডিকেল রোড) এলাকার বাসিন্দা করুণাময় দাস তাঁর পৈতৃক সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলেছেন। এ বিষয়ে তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে এক বিবৃতিতে বিষয়টি প্রকাশ করেন এবং দখলমুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

করুণাময় দাস জানান, ১৯৫২ সালের এস.এ রেকর্ড অনুযায়ী মন্ডলীভোগ মৌজার এস.এ ১৪৩ নং খতিয়ান ও ২০/৫৭৬ দাগের .০৭ শতক ভিটরকম ভূমি তাঁর পিতা কানুলাল দাস ও চাচা কামাখ্যা চরন দাস ভোগদখল করে আসছিলেন।  তাঁরা উক্ত জমি হাজী আবু সাঈদ মিয়ার নিকট ভাড়া দেন।

তিনি বলেন, পিতা-চাচার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তিনি ও তাঁর চাচাতো ভাই কৌশিক চন্দ্র দাস জমির মালিকানা পান এবং বহুবার হাজী আবু সাঈদ মিয়ার কাছ থেকে ভাড়া উত্তোলন করেন। কিন্তু পরবর্তীতে তিনি জমিকে নিজের দাবি করে ভাড়া দেওয়া বন্ধ করে দেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে জবরদখল করেন।

করুণাময় দাসের অভিযোগ, এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার শালিস হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ২০২৫ সালের ১৭ এপ্রিল তিনি ও তাঁর চাচাতো ভাই পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করে কয়েকজন প্রতিনিধিকে মনোনীত করেন। কিন্তু বর্তমানে মৃত হাজী আবু সাঈদ মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (আফরোজ মিয়া), আলী আশরাফ ও আলী আকবর সম্পত্তি দখল করে আছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিবাদীপক্ষ এখন অপপ্রচার চালাচ্ছেন যে, দলিলটি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পাদন করা হয়েছে। করুণাময় দাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে ও সুস্থ মস্তিষ্কে দলিলটি সম্পাদন করেছি, কারো কোনো চাপ ছিল না।

তাঁর দাবি, বিবাদীপক্ষ তাঁর সিলেটস্থ বাসায় গিয়ে হুমকি-ধামকি ও মীমাংসার নামে চাপ প্রয়োগ করেছে। এ ধরনের হয়রানির নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং পৈতৃক ভূমি দখলমুক্ত করার আহ্বান জানান।

বিবাদীপক্ষের আলী আশরাফ ও আলী আকবর লন্ডনে অবস্থান করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মো. আব্দুর রহমান (আফরোজ মিয়া)-এর ব্যক্তিগত সহকারী  জাবেদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুর রহমান  (আফরোজ মিয়া) বর্তমানে দেশে থাকলেও অসুস্থ থাকার কারণে মোবাইলে কথা বলতে পারবেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ