শিরোনাম
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

ছাতকে ফুটবল খেলায় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ২৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতকে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্ট চলাকালে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাউয়াবাজার কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে পাইগাঁও উচ্চ বিদ্যালয় ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ব্যবহার করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি আল-আমিন অভিযোগ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা  সুষ্ঠভাবেই খেলছিল। কিন্তু পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম থেকেই মারমুখী আচরণ করে। শেষ পর্যন্ত আয়োজক কমিটি খেলার সময় কমিয়ে ট্রাইব্রেকারে সিদ্ধান্ত নেয় এবং সেখানে আমদের মাদ্রাসার শিক্ষার্থীরা জয়ী হয়। এরপর প্রতিপক্ষ শিক্ষার্থীরা তা সহ্য করতে না পেরে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীর ওপর দেশীয় অস্ত্র ব্যবহার  করে হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।  তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান।

অন্যদিকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা জানান, ট্রাইব্রেকারে জয়ের পর খরিদিচর মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের  স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

কৈতক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তামিম আহমদ জানান, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ৩ জন এবং খরিদিচর মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে পাইগাঁওয়ের ২ জনের আঘাত সামান্য হওয়ায় তাদের নাম খাতায় লিপিবদ্ধ করা হয়নি। খরিদিচরের ১ জন গুরুতর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী বলেন, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে নামতে বাধ্য হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ