শিরোনাম
পোরশায় উপজেলা মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট।  রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে : প্রধান উপদেষ্টা  মহেশপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ছাতকে ফুটবল খেলায় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১০ ছাতকে পৈতৃক সম্পত্তি দখল: প্রশাসনের হস্তক্ষেপ চান করুণাময় দাস চন্দনাইশ হাশিমপুরে গাউসিয়া শরীফ পরিচালনা কমিটির ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল ইসলামকে সুদৃঢ় করতে নফসের সঙ্গে জিহাদ করতে হবে- পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) চট্টগ্রামে শুরু হলো যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫” ৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধের জেরে মামাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাগিনার বিরুদ্ধে 

রিপোটারের নাম / ১৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী মামা আজিজুল হককে নিজের আপন বোন, ভাগিনা, ভগ্নিপতি আবুল খায়ের পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মরদেহের নামাজে জানাযা শেষে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

 

বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন খানপুরে মুসলিম সর্দার বাড়িতে প্রবাসী আজিজুল হক বিদেশে থাকা অবস্থায় কষ্টার্জিত টাকা দিয়ে বসত বাড়ি নির্মাণ করার জন্য কিছু জমি ক্রয় করে। কিছুদিন আগে আজিজুল হক বিদেশ থেকে এসে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করতে গেলে এতে বাধা দেয় ভগ্নিপতি ও ভাগিনা। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নিজ ভগ্নিপতি ও ভাগিনা ও তাদের লোকজন লঠিসোটা নিয়ে তার ওপর আক্রমণ করে এবং পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় আজিজুল হক কে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নিহতের স্বজন ও স্থাণীয় এলাকাবাসী নিহতের নামাজে জানাজা শেষে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

 

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ