এইচটি বাংলা ডেস্ক : এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা জেলা ও মহানগর কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৩ মে রোজ শনিবার বিকাল ৪ টায় ঢাকা পল্টনস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে এই সভা সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মোঃ ফরিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী
এই সময় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলী বলেন দেশের সার্বিক উন্নয়নে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অনন্য, আর তাই মানবিক মনের অধিকারী ও মানব সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার মতো স্বেচ্ছাসেবক নিয়ে দেশের উন্নয়নের সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকার করে ঢাকায় কমিটি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে
এই সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর জাতীয় শ্রমিকশীগৈর সহ সভাপতি কাজী মোঃ মাসুদ, মোঃ ফাহিম আহমেদ, লায়ন মোঃ আবুল বশর, মোঃ লাবিব ছিদ্দিক, মোঃ রিপন মোল্লা, মোঃ ফরিদ গাজী, আব্দুল লতিফ আহমেদ, সাথী ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, প্রমূখ।
উক্ত সভায় আগামী ১(এক) মাসের মধ্যে ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ শাখা কমিটি গঠনে উপস্থিত সকলের সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয়।