শিরোনাম
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া পাটগ্রামের দহগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় মা -ছেলে আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি‌হত বিশ্ব সাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখার কলেজ কর্মসূচির উদ্বোধন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত 
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’ : তারেক রহমান

রিপোটারের নাম / ৩৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা  ডেস্ক  : তরুণ ভোটারদের প্রতি ভোটের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

রোববার রাজধানীর শাহবাগে জাতীয় ছাত্র সমাবেশে উপস্থিত নতুন ভোটারদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। কিন্তু এই সময় ফ্যাসিবাদী চক্র তোমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেই হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের জন্য পলাতক স্বৈরাচারের শাসনামলে ভোটাধিকার বঞ্চিত প্রায় ৩ কোটি ভোটারসহ সকলের সমর্থন ও সহযোগিতা চাই।”

ছাত্রদলের নেতাকর্মী ও সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আমার একটি আহ্বান মন দিয়ে শোনো এবং সেটা ছড়িয়ে দাও দেশের প্রতিটি কোণায়— তরুণ, শিক্ষার্থী এবং নতুন ভোটারদের কাছে। আসো, বলি সেই আহ্বান— ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’”

তার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও একই স্লোগান দেন— ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

তিনি বলেন, “আজকের প্রতিজ্ঞা হোক, শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন, নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য যা যা দরকার, তোমরা তরুণরা তা গ্রহণ করবে। এই হোক আজকের অঙ্গীকার।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ