শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

তালায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ,২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম / ৪৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : তালায় অবৈধ কারেন্ট জাল বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

রবিবার (২০জুলাই)বেলা ৩ টার দিকে উপজেলার জাতপুর বাজারে এ অভিজানের নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ করার দায়ে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ৫(২)ক ধারায় জাতপুর বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম কে ১০ হাজার,ও নিতাই পাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, মেরিন অফিসার আসারুল ইসলাম,ফিল্ড অফিসার রফিজ উদ্দিন,জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল,জাতপুর বাজার কমিটির সর্বাধিনায়ক ইমরান সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা তারিক ইমাম বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ