শিরোনাম
পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায়
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

তালার মাগুরায় পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহর হাসান সাগর / ২৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা তালার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

 

রবিবার  (১১ মে ) দুপুরে তালা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের জেহের আলি মোড়লের ছেলে গোলাম মোস্তফা।

 

গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান-  আমার ভোগদখলিও রেকর্ডিও ভিটাবাড়ী পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয় পিতার আমল থেকে বিগত প্রায় ১০০বছর এর অধিক সময়, শান্তিপূর্ণ ভাবে ভোগদখল সহ বসবাস করতেছি । এমতবস্থায় ০৭/০৫/২০২৫ইং তারিখ রোজ বুধবার কিছু কুচক্রী মহল পর সম্পদ লোভী ব্যক্তিগন আমার বাড়ীতে এসে দখল নেওয়ার চেষ্টা করে।

উল্লেখ্য ০৮নং মাগুরা ইউনিয়নের জামায়েত ইসলাম এর সেক্রেটারী ডাঃ কামাল হোসেন এর নেতৃত্বে ১। ইয়াকুব আলী, পিং- ইব্রাহিম মোড়ল, ২। মান্নান গাজী, পিং- মৃত আঃ রহমান গাজী, ৩। আছাদুল মোড়ল, পিং- সমোর উদ্দীন মোড়ল, ৪। আমিনুর রহমন, পিং- গফ্ফফার শেখ সহ অজ্ঞাত কিছু লোক জন নিয়ে আমার বাড়ীতে হামলা করে। আমি উপায় অন্ত না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করি। তাতক্ষনিক পুলিশ ঘটনা স্থানে হাজির হয়। পুলিশের উপস্থিত জানতে পেরে দুরবুত্তরা ঘটনা স্থান ত্যাগ করে। এভাবে ইতিপূর্বেও এমন ধরনের হামলা চালায়। গত ইং ৮/৫/২৫ তারিখে বিজ্ঞ আদালতে আমার পক্ষে স্থিতি আদেশ দেন। যে আদেশটি তালা থানতে জমা দেই। যার মামলা নং ৭৭৫/২৫ উক্ত আদেশটি থানা তাদেরকে দেওয়ার পরও কয়েকবার আমার বসত বাড়ীর উপর হামলা করে বা সেখানে পাকা স্থাপনা তৈরী করার চেষ্টা করে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। আমি প্রতিবাদ করতে গেলে আমাবে বিভিন্ন প্রকার ভয় প্রদর্শন পূর্বক জীবন নাশের হুমকি প্রদান করিতেছে। আমি বসত ভিটা সহ জীবন হারানোর সংস্কায় আছি।তাই প্রশাসন সক্রিয় হস্তক্ষেপ না হলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে তাই উপরক্ত বিষয়ের দেশবাসী সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রতিকার চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ