শিরোনাম
সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন 
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

তালার শাহাপুর শিক্ষককে কুপিয়ে হত্যা, গনপিটুনিতে অভিযুক্ত নিহত

রিপোটারের নাম / ৫৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

জহর হাসান সাগর,  সাতক্ষীরা প্রতিনিধি : তালার খেশরা ইউনিয়নের শাহাপুর মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বখাটে রাজু গাজী (৩৬) এর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮),র মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গ্রামবাসীর গনপিটুনিতে হামলাকারী রাজু (৩৬) নিহত হয়েছে।

 

রবিবার (২০ জুলাই) বিকালে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সম্মুখে এই মর্মান্তিক ঘটনা। সে হরিহরনগর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮)। তিনি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মম হামলার শিকার হন।

 

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে বখাটে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই রাজু গাজী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনিতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।

 

স্থানীয়রা জানান, রাজু গাজী (৩৬) এলাকায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন হিসাবে পরিচিত। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ