শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

নরসিংদী-০৪ আসনে ইসলামী আন্দোলনের হোন্ডা শোডাউনে চমক

রিপোটারের নাম / ৩৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি:  নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক অভাবনীয় মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে, যা এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দলটির প্রার্থী ও মনোহরদী উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মো. ছাইফুল্লাহ প্রধানের নেতৃত্বে আয়োজিত এ “হোন্ডা শোডাউন” নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

হাজারো মোটরসাইকেল আর মিছিলের গর্জনে মুখর হয়ে ওঠে মনোহরদীর প্রধান সড়কগুলো। শোভাযাত্রাটি মনোহরদী পৌর এলাকার হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে মমোহরদী-বেলাব এর মেইন সড়কগুলো প্রদক্ষিণ করে। সড়কের দুই পাশজুড়ে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ শোভাযাত্রাকে অভিবাদন জানান।

অধ্যক্ষ ছাইফুল্লাহ প্রধান বলেন, “জনগণ আজ পরিবর্তনের প্রত্যাশায়। তারা শান্তি, ন্যায় এবং ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্ব চায়। হাতপাখা প্রতীক সেই প্রত্যাশার প্রতীক হয়ে উঠছে।”

শোভাযাত্রায় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো পথ। সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম ও বিভিন্ন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলনের এই শক্তিশালী মাঠে নামা নরসিংদী-০৪ আসনের নির্বাচনী লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। অনেকেই মনে করছেন, এবার ‘হাতপাখা’ প্রতীক হতে পারে বড় চমক।


এই ক্যাটাগরির আরো সংবাদ